dc.description.abstract |
উর্দু একটি জনপ্রিয় ও বহুল ব্যবহৃত ভাষা। তবে অনেকে মনে করেন উর্দু কেবল মুসলমানদের
ভাষা। আসলে তা সত্য নয়, ভাষার কোন ধর্ম নেই। সব ভাষায় সকল ধর্মের মানুষ কথা বলতে,
লিখতে ও জ্ঞান চর্চা করতে পারে। যেমন আরবি সমগ্র বিশ্বের মুসলমানদের মাতৃভাষা হতে পারে
না। সংস্কৃত বিশ্বজুড়ে হিন্দুদের ভাষা হতে পারে না। কোন ভাষার উপর কোন ধর্মের একচেটিয়া
কোন অধিকার নাই। কোন ভাষার উনড়বতি হওয়ার পূর্ব শর্ত হলো তার সাধারণ গ্রহণযোগ্যতা। উর্দু
সাহিত্যে মুসলমানরা যেমন অবদান রেখেছেন অমুসলিমরা তেমনি অবদান রাখার চেষ্টা করেছেন।
উর্দু কবিতা হোক বা গদ্য, সমালোচনা বা গবেষণা, রসিকতা সাহিত্য, প্রতিটি ক্ষেত্রে অমুসলিম
লেখকরা জড়িত রয়েছেন। মুসলমান স¤প্রদায়ের পাশাপাশি উর্দু সাহিত্যের উনড়বতি, বিকাশ, অগ্রগতি
এবং প্রচারে হিন্দু, খ্রিস্টান, শিখ, জৈন ইত্যাদি স¤প্রদায়ের লোকেরাও বিশেষ অবদান রেখেছেন।
স্বাধীনতার আগে উর্দু ছিল অমুসলিমদের একটি বিশাল জনগোষ্ঠীর চিন্তাভাবনা ও মনের ভাব
প্রকাশের সৃজনশীল মাধ্যম। কবিতা বা গদ্যই হোক, সমস্ত অমুসলিম লেখকদের দীর্ঘ তালিকা
রয়েছে। যাদের সৃজনশীল প্রচেষ্টা উপেক্ষা করা যায় না। তারা সাহিত্যের বিভিনড়ব শাখায় বিচরণ
করেছেন। |
en_US |