Abstract:
ভারতবর্ষে মোগলদের প্রায় তিনশত বছরের সাশনকাল নানা কারণেই বিশ্বের ইতিহাসে স্বরণীয় হয়ে আছে। রাজ্য জয়, সাম্রাজ্যের সংহতি বিধান, কেন্দ্র নিয়ন্ত্রিত রাষ্ট্র সমন্বয়, আড়ম্বরপূর্ণ দরবার, সূষ্ঠু প্রসাশন ব্যবস্থা পরিচালনা, জ্ঞান বিজ্ঞান চর্চা, স্থাপত্য-শিল্প কলার চর্চা প্রভিতি বিষয়ে মোগলদের উল্লেখযোগ্য অবদান পরিলক্ষিত হয়। তবে তাঁদের এ দীর্ঘ সাশনকার্য পরিচালনায় প্রাসাদ রাজনীতি ছিল একটি অন্যতম উল্লেখযোগ্য অধ্যায়…
Description:
This Thesis is Submitted to the Department of Islamic History & Culture, University of Rajshahi, Rajshahi, Bangladesh for The Degree of Doctor of Philosophy (PhD)